নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মধুপুর উপজেলার দুর্গাপুর বঙ্গবন্ধু ক্লাব দুর্গাপুর উত্তরপাড়া মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা, শেরপুর জেলাসহ দেশের বেশ কয়েকটি জেলার অর্ধশতাধিক ঘোড় সওয়ার তাদের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং বর্তমান সংসদের অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি সোলায়মান কবির, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাদিকুল ইসলাম, শহিদুল ইসলাম খান, মহিন উদ্দিন খান প্রমুখ।