নিউজ টাঙ্গাইল ডেস্ক: জেলার ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন মিয়া হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ আগস্ট) টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় ১২ আসামির মধ্যে আটজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।
জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন সরকারকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রাজন ধনবাড়ি ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় রাজনের মা শাহিদা বেগম বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে শাহিদা বেগম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’