টাঙ্গাইলে কাউন্সিলর আমিনের বৃক্ষরোপন

0
134

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রধানমন্ত্রী নির্দেশে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় শুক্রবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার ওই ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাটসহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিষ্টার মফিজুল ইসলাম মজনু, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ রহমত উল্লাহ খোসনবিশ, জনতা ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, এলজিইডি টাঙ্গাইল কার্যালয়ের কর্মকর্তা মাহবুবুর রহমান চাকলাদার হেলাল প্রমুখ।

এফএস/এনটি/স

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।