টাঙ্গাইলে কালিহাতীতে মোহাম্মদ আসলাম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার চরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসলাম একই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আসলামের বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেয়।
কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে বিকেলে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।