নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে কৃষকের পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। রোববার (২৬ মে) দুপুরে পৌরসভার সিলিমপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলীর ক্ষেতের পাকা ধান কেটে দেন ছাত্রলীগ নেতারা।
জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক তানভীরুল ইসলাম হিমেলের নেতৃত্বে কৃষকের পাকা ধান কেটে দেয় কালিহাতী উপজেলা ছাত্রলীগের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সদস্য মাসুদ রানা, হিমেল, আকাশ, কালিহাতী উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ, রানা তালুকদার, মামুন সিদ্দিকী, সাগর হোসেন, আতিক, মামুন, রায়হান হোসেন ও শরিফ সহ অন্যান্য নেতা।
পরে উপজেলার হরিপুর দক্ষিণ পাড়া করবস্থান যাওয়ার ভাঙা রাস্তা মাটি কেটে মেরামত করে দেন তারা।