মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে গুজ‌বের শিকার মিনু মিয়া আর নেই

টাঙ্গাইলে গুজ‌বের শিকার মিনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ‌ছে‌লেধরা গুজ‌বে গণ‌পিটু‌নির স্বীকার ভ্যান চালক মিনু মিয়া ৯দিন চি‌কিৎসাধীন থাকার পর মারা গে‌ছেন। সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দি‌কে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। এর অাগে তিনি

মে‌ডি‌কে‌লের পুরুষ ওয়া‌র্ডের ২০১ নম্বর বেডে চি‌কিৎসা নি‌চ্ছিল সে। মিনু মিয়া টাঙ্গাই‌লের ভুঞাপুর উপ‌জেলার টে‌পিবা‌ড়ি গ্রা‌মের কুরবান আলীর ছে‌লে।

‌মিনু মিয়ার বড় ভাই আব্দুল আ‌জিজ জানান, বন্যার পা‌নি‌তে বা‌ড়ি‌তে পা‌নি প্র‌বেশ করায় উপার্জনহীন হ‌য়ে প‌ড়ে মিনু। প‌রে (২১ জুলাই) কা‌লিহাতী উপ‌জেলার সয়া বাজার হা‌টে মা‌ছ ধরার জাল কিন‌তে যায় মিনু। সে সময় ছে‌লেধরা গুজ‌বে মিনু‌র উপর কয়েকদফায় অমানু‌ষিক নির্যাতন চালা‌নো হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তার অবস্থার অবন‌তি হওয়ায় ওই‌দিন তা‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে স্থানান্তর করা হয়। সোমবার সকা‌লে সে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যায়।

ভুঞাপুর পৌরসভার কাউ‌ন্সিলর খন্দকার শ‌রিফুল আলম সো‌হেল জানান, গণ‌পিটু‌নির স্বীকার ভ্যান চালক মিনু মিয়া ঢাকা মে‌ডি‌কেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। যারা এর সা‌থে জরিত দোষী ব্যা‌ক্তি‌দের ক‌ঠোর শা‌স্তি দাবী জানান তি‌নি।

কা‌লিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, মিনু মিয়া‌কে গণ‌পিটু‌নির ঘটনায় ৬জন‌কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। এছাড়া এই ঘটনায় আ‌রো যারা জ‌ড়িত তা‌দের গ্রেপ্তা‌রে অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃত‌দের বিরু‌দ্ধে হত্যা মামলা সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -