শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নিতকরণ কাজ করার সময় মির্জাপুর উপজেলা শহরের বাইবাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। পরে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা আগুন নেভায়।

জানা গেছে, বাইপাস এলাকায় মহাসড়ক উন্নিতকরণের কাজ চলছে। এক পর্যায় মাটি কাটার মেশিনে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে সংযোগটি বন্ধ করে দেন। ফলে ওই এলাকার বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুন জানান, লাইনটি বন্ধ করে সংস্কার কাজ করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -