টাঙ্গাইলে ঘর পুড়ে ছাই, অক্ষত কোরআন শরিফ

0
159
ছবি: নিউজ টাঙ্গাইল।
  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক কৃষকের বসতঘরে আগুন লেগে পাট, ধান ও নগদ টাকাসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে কোরআন শরিফ। অক্ষত কোরআন শরিফটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমাচ্ছেন।

সোমবার সকাল পৌণে ১১টার দিকে উপজেলার চর ভরুয়া গ্রামে কৃষক শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম জানান, রান্নাঘর থেকে হঠাৎ কালো ধোয়া বের হতে থাকে। একপর্যায়ে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ৫ মণ পাট, ১০ মণ ধান ও নগদ টাকাসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত থাকে পবিত্র কোরআন। পরে কোরআন শরিফটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে বের আনেন।

এ ব্যাপারে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার ঘটনায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। রান্নাঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।