ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে আশিকুর রহমার সৈকত (৯) নামে এক স্কুলছাত্র অপহৃত হয়েছে। অপহূত ছাত্র ৩ নং জামুরিয়া ইউনিয়নের চানতাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণির ছাত্র। অপরিচিত একটি মোবাইল ফোন থেকে তার মুক্তির জন্য ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ব্যাপারে তার বাবা আবু হানিফ ঘাটাইল থানায় একটি জিডি করা করেছেন।ছাত্রের বাবা আবু হানিফ জানান, গত ১৮ মে সকালে নিজ গ্রামের বাড়ি চানতার হতে চানতারা স্কুলে যায় আশিক। স্কুল ছুটি হওয়ার পরেও সৈকত আর বাড়ি ফেরেনি। যথা সময়ে সে বাড়ি ফিরে না যাওয়ায় তার নিকটতম বিভিন্ন আত্নীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও ঐ স্কুল ছাত্র সৈকতের সন্ধান মেলেনি।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মো. মহি উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।