শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে যুবক নিহত

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে ট্রেন থেকে পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। আরিফ সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাইয়ুম সিদ্দিকীর ছেলে।

শনিবার (১২ আগস্ট) ভোরে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেলসড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আরিফসহ ভোরে কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে রংপুর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করতে যায়। পরে ট্রেনে উঠতে গিয়ে আরিফ পড়ে যায় এবং ঘটনাস্থলে সে মারা যায়।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল ফোনের ৩টি কভার উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -