মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ছয় ডাকাত গ্রেপ্তার, ২ দিন করে রিমান্ড মঞ্জুর

টাঙ্গাইলে ছয় ডাকাত গ্রেপ্তার, ২ দিন করে রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ছয় ডাকাতকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সকালে সদর উপজেলার শহর বাইপাস রাবনা থেকে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্র মাটিয়া গ্রামের মোতালেবের ছেলে ইউসুব আলী(৪২), পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৩৬), টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনী গ্রামের আলী হোসেনের ছেলে মো. জুয়েল (৩১), একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. ইদুল মিয়া (২০) ও মো. সুরুত আলীর ছেলে সহিদুল ইসলাম (৩০) এবং একই উপজেলার কাতুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. জহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০)।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সুইস গিয়ার ছুঁরি, একটি শাবল ও গাড়ি থামানোর জন্য রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মিনিট্রাক জব্দ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -