নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গাচিরা গ্রামে ছোট ভাই খালেক ফকিরের ছুরির আঘাতে বড় ভাই ছানোয়ার হোসেন ফকির (৬০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ছানোয়ার হোসেন ফকির রাঙ্গাচিরা গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে ছানোয়ার হোসেন যাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ছোট ভাই খালেক ফকির ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।