এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার মৃত্যু বার্ষিকী ও জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও কাল পতাকা উত্তোলন, চার নেতার স্বরনে দলীয় কার্যালয়ে জাতির জনকের স্মৃতির স্তম্বে পুস্পার্ঘ অর্পণ, দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান,উপ-দপ্তর সম্পাদক আব্দুর রউফ চান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট বদিউজ্জামান ফারুক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এডভোকেট শামীমুল আক্তার শামীম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, তথ্য ও গবেশনা সম্পাদক সোলায়মান হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদ সামস উদ্দিন, পৌর কাউন্সিলর ফেরদৌস নোমান ও আলহাজ্ব আমিনুর রহমান, মহিলা নেত্রী নাজমুস সালেহীন, শাহিন আরা মিষ্টুসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শহর আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।