টাঙ্গাইল জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ও বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজাহার আলী মিয়ার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাকশিসের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রেনুবর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, শিক্ষক নেতা এসএম আব্দুল আওয়াল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার দুই শতাধিক শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা বলেন, অবিলম্বে আমাদের বৈশাখী ভাতা বাস্তবায়ন করতে হবে। অনুপাত প্রথা বাতিল, বাড়ি ভাড়া, ৫% প্রবৃদ্ধি, সহযোগী অধ্যাপক, অধ্যাপকসহ যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নের এবং সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে শিক্ষা জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।