নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামাতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহিম কাজীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার যুগিহাটী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম কাজী ওই গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে সোমবার ঘাটাইল থানায় মামলা হয়েছে।
ঘাটাইল থানার ওসি মহিউদ্দিন পিপিএম বলেন, গোপন বৈঠকের মাধ্যমে সরকার এবং রাষ্ট্র বিরোধী নাশকতামূলক পরিকল্পনা করছিলো এমন সংবাদের ভিত্তিকে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ভারপ্রাপ্ত আমির আব্দুর রহিম কাজীকে গ্রেফতার করে পুলিশ ।