বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খান মো.নূরুল আমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: শরীফ হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ আলম অ্যাডভোকেট, টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম, এন এস আই-এর যুগ্ম পরিচালক মোঃ ওসিউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এ ছাড়া এ সময় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -