নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও ঝড়ের সময় গাছ নিচে চাপা পড়ে কাজুলী রানী দাস (৩৫) নামে এক রেমিটেন্স যোদ্ধা নারীর মৃত্যু হয়। রানী দাস কালিহাতী পৌরসভার সালেংকা চকপাড়া শ্মশান ঘাট গ্রামের সুশীল চন্দ্র দাসের মেয়ে ও নরহরি দাসের স্ত্রী। বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে দেখা গেছে, ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কারো কারো ঘর-বাড়ির চালা (ছাউনি), বেড়া এলোমেলো অবস্থায় রয়েছে। অনেকে মেরামতের জন্য কাজ করছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কালিহাতী পৌরসভা মেয়র।
ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সালেংকা এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। মুহূর্তের তান্ডবে স্থানীয় ১০-১২টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। ওই ঝড়ে সালেংকা গ্রামের আশরাফ, স্বপন, শমসের, শংকর, হুমেরা, মজনুসহ অনেকেই মুহূর্তের মধ্যে বাস্তুহারায় পরিণত হন।
এদিকে, ঝড়ের সময় চকপাড়া শ্মশান ঘাট এলাকার সুশিলা রানী দাসের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে বিধ্বস্ত হয়। এতে পরিবারের সবাই ঘরের নিচে চাপা পড়েন। ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে কাজুলী রানী দাস মারা যান। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে।
মারা যাওয়া রানী দাসের বড় বোন সুশিলা রানী দাস জানান, বৃহস্পতিবার রাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। সে সময় বাড়ির উঠানের একটি গাছ ভেঙে ঘরের ওপরে পড়ে। তখন চাপা পড়া অন্যরা সরে যাওয়ার সক্ষম হলেও রানী দাস ভেঙে পড়া গাছটি ঘরের চাল নিয়ে কাজুলীর ওপরে পড়ে। এতে তার মৃত্যু হয়।
কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাজিম উদ্দিন মোড়ল জানান, শ্মশান ঘাট এলাকায় ঘরের ওপরে গাছ পড়ে এক নারী নিহত হন। তারা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে ৫-১০ মিনিটের প্রচেষ্টায় একটি ইউক্যালিপ্টাস গাছের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পৌরসভার পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিকে, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধা কাজুলীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।