টাঙ্গাইলবাসীর প্রাণের দাবি একটাই, ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চাই । এই দাবীতে মানববন্ধন করছে ভুক্তভোগী জনসাধারণ।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্ট্রেশনের সামনে “ভুক্তভোগী টাঙ্গাইলবাসী”র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকুরীজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিয়ে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট গ্রুপ এর উদ্যোগে বানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।