মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলার কালিহাতীতে লেভেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন আরোহী।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, উপজেলার ভাওয়াল গ্রামের আফসের আলীর ছেলে রহিম (২৩) দুই বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। পথে আনালিয়াবাড়ী লেভেলক্রসিংয়ের ওপরে মোটরসাইকেলটি বন্ধ হয় যায়।

এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রহিম মারা যান। বাকি দুজন লাফ দিতে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান ওসি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -