মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রবিবার (৯ জুন) ভোরে উপজেলার মসিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উপজেলার ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে। অপরদিকে, আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান- আবু তালেব নামে এক ব্যক্তি এলেঙ্গা থেকে লিচু কিনে অটোরিকশাযোগে পাশ্ববর্তী ছাতীহাটি যাচ্ছিল। পথিমধ্যে মসিন্দা এলাকায় পৌঁছলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে গিয়ে এতে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -