টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল(৩০) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ ৷
গত ১৭ই জুন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিউদ্দিন (পিপিএম) এর নির্দেশে এসআই কামাল হোসেনের নেত্রিত্বে তাকে গ্রেফতার করা হয় ৷ গত ১০ই জুন তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করে পালিয়ে যায় সে ৷ ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ এবং ধর্ষিত মেয়েটির বাবা বাদী হয়ে ১১ই জুন নারী ও শিশু নির্যাতন ৯ (১) ধারায় ঘাটাইল থানায় মামলা দায়ের করেন ৷
তারপর থেকেই ধর্ষক সোহেল কে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ ৷ এবং সফল অভিযানের ফলে গত শনিবার ধর্ষককে গ্রেফতারে সক্ষম হয় ৷