শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল গ্রেফতার

টাঙ্গাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল(৩০) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ ৷

গত ১৭ই জুন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিউদ্দিন (পিপিএম) এর নির্দেশে এসআই কামাল হোসেনের নেত্রিত্বে তাকে গ্রেফতার করা হয় ৷ গত ১০ই জুন তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করে পালিয়ে যায় সে ৷ ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ এবং ধর্ষিত মেয়েটির বাবা বাদী হয়ে ১১ই জুন নারী ও শিশু নির্যাতন ৯ (১) ধারায় ঘাটাইল থানায় মামলা দায়ের করেন ৷

তারপর থেকেই ধর্ষক সোহেল কে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ ৷ এবং সফল অভিযানের ফলে গত শনিবার ধর্ষককে গ্রেফতারে সক্ষম হয় ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -