নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা নামকস্থানে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪জন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর-এ-আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা চাউল ভর্তি একটি ট্রাক কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় পৌঁছালে ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আমের খালি ক্যারেট ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে আহত হয় ৫জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক আমের খালি ক্যারেট ভর্তি ট্রাকের চালককে মৃত ঘোষনা করে। আহত ৪ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।