নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মির্জাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন।
সূত্র জানায়, উপজেলার ইউনিয়নের হিলড়া আদাবাড়ি গ্রামের মো. আছান উদ্দনের ছেলে মো. মতিন মিয়াকে (৩৩) অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। সে সময় দুটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক।
এ বিষয়ে নবাগত উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক অর্থদন্ড ও ড্রেজার ধ্বংসের তথ্য নিশ্চিত করে বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।