বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আহত শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার মৃত্যু

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আহত শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার মৃত্যু

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আহত শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজা টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার আজাদ আলমগীরের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

রেজাউলের খালাতো ভাই জুয়েল রানা বলেন, রাতে রেজার মরদেহ টাঙ্গাইলে আনা হবে। বৃহস্পতিবার দাফনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শ্রমিকলীগ নেতা রেজার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি। এরপরও হামলাকারীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, ২১ নভেম্বর রাত ৯টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শ্রমিক লীগ নেতা রেজার হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রোববার থেকেই সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -