নিউজ টাঙ্গাইল ডেস্ক:
‘মুক্তিযুদ্ধের চেতনায়’ স্লোগান নিয়ে সম্প্রচারিতব্য টাঙ্গাইলের প্রথম অনলাইন টেলিভিশন ‘দৃষ্টি টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার(২২ আগস্ট) উদযাপন করা হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আইপি টিভি(ইন্টারনেট প্রটোকল টিভি) দৃষ্টি টিভি’র প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টিটিভি’র ব্যবস্থাপনা পরিচালক মু. জোবায়েদ মল্লিক বুলবুল। অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, দৃষ্টি টিভি’র পরিচালক(অর্থ) মাহমুদুল হক খান আরিফ, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক স্বপন চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মালেক আদনান।