শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় মামলার আসামী জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান এক প্রেসবিফিং এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে এস আই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে চরপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জাহাঙ্গীর হোসেন সিলিমপুর ইউনিয়নের দক্ষিন বরুহা এলাকার মৃত বদরুউদ্দিনের ছেলে। তার নামে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র, ডাকাতি, গণধর্ষণসহ ৯টি মামালা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -