নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদরাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষক বাতায়নে মাল্টিমিডিয়া ক্লাশে প্রধানমন্ত্রী’র এটুআই কর্তৃক সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা মনোনিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার দুপুরে মাদরাসা মাঠে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, কৃষকলীগ নেতা আতিকুর রহমান ছমির, জামিয়াতুল মুদাররেছিন সখীপুর শাখার সভাপতি মো. রুহুল আমিন, মাদ্রাসা সুপার মোহাম্মদ আকবর হোসেন, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সাংবাদিক মোজাম্মেল হক সজল, জুলহাস গায়েন, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।