সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দেড় হাজার মুক্তিযোদ্ধার স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ

টাঙ্গাইলে দেড় হাজার মুক্তিযোদ্ধার স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সোমবার দিনব্যাপী মুক্তিযোদ্ধাদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, আহাদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান প্রমুখ। জেলার অন্তত দেড় হাজার মুক্তিযোদ্ধার বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মধ্যে ওষুধ ও টি শার্ট বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -