মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে একটি ধান ক্ষেত থেকে এক ব্যবসায়ীর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার খিলপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে হেলাল উদ্দিন (৩৫) । তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন বলে জানা গেছে ।

পুলিশ জানায়, এলাকাবাসীর উপজেলার খিলপাড়া এলাকায় একটি ধান ক্ষেতে ড্রামের ভিতরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভিতর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ দ্বিখন্ডিত ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, মঙ্গলবার রাতে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিকল্পিকভাবে তাকে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিভাবে ওসি বলতে পারেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -