টাঙ্গাইলের ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে ধনবাড়ী আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এ ঘটনা ঘটে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থী সুমাইয়া মীম ধনবাড়ি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি বলেন, নকলের দায়ে সুমাইয়াকে এ বছরের জন্য পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।