নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২ জন, মির্জাপুরে ৯ জন, ঘাটাইল ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা হাসপাতালের আরএমও এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।
শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৭ জুন ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ শনিবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন নতুন ১৩ জন আক্রান্ত হয়।
এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয়েছেন ৮৬ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।