নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১০ জন, নাগরপুরে ১, কালিহাতীতে ২, বাসাইলে ৪, মির্জাপুরে ১৩ জন রয়েছেন।
এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩৫৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ছয়জন। আরোগ্য লাভ করেছেন ১২৭ জন।
চিকিৎসাধীন রয়েছে ২২৬ জন। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৮ জন। টাঙ্গাইল জেলার বাহিরে চিকিৎসাধীন রয়েছে ৮ জন ও বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ২০৭ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ বুধবার (১৭ জুন) এসব তথ্য জানানো হয়েছে।