টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ১৪ মে সন্ধ্যায় মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
মতবিনিময়কালে তিনি বলেন আমি শিক্ষকের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুইভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমি শাসক নই, সেবক হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। টাঙ্গাইলকে আরো সুন্দর করতে, ভালো কাজে আপনাদের সহযোগীতা চাই। জেলা প্রশাসনে কোন দূর্নীতি অনিয়ম থাকলে আমাকে জানাবেন, আমি কঠোর ভাবে দমন করব। যতদিন বাচঁব মানুষের কল্যানে কাজ করে যাব।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর অাহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নূরুল অামিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাগর হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম অাহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছরোয়ার হোসেন, প্রেসক্লাবেরর সহ-সভাপতি সামশাদুল অাক্তার শামিম, সাবেক সভাপতি এড.খান মোহাম্মদ খালেদ, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদ কামাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।