টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। পরে জেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
এদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে। পরে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের পরিবারের সৌজন্যে পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
এ ছাড়া বর্ষবরণ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ঘোড়দৌড় ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।