শনিবার, নভেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নিখোঁজের ১৫ দিন পর মাদরাসার দুই ছাত্র উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ১৫ দিন পর মাদরাসার দুই ছাত্র উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১৫ দিন পর মাদরাসার দুই ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ফকিরাপুল এলাকার কে ওয়াই প্লাজার ছয় তলার ব্যাগ তৈরির একটি কারখানা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। মির্জাপুর থানার এসআই আলমগীর কবির তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন। মোবাইল কললিস্টের মাধ্যমে তাদের সেখান থেকে উদ্ধার করা হয় বলে আলমগীর কবির জানান। উদ্ধার হওয়া মাদরাসা ছাত্ররা হলো- মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র আদিল খান (১৫) ও রিফাদ (১৩)। আদিল উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামের শরিফ খানের ও রিফাদ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের নছু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, লেখাপড়ার চাপে তারা ১ মার্চ মাদরাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী হাট ফতেপুর বাজারে যায়। পরে সেখান থেকে পরিকল্পনা করে তারা ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে ফকিরাপুল এলাকার কে ওয়াই প্লাজার ছয় তলার ব্যাগ তৈরির একটি কারখানায় কাজ নেয়। নিখোঁজের পর আদিলের বাবা শরিফ খান ৭ মার্চ বুধবার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -