মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeবিবিধটাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও টেকসই পূনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও টেকসই পূনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ অভিবাসন ও টেকসই পূনরেকত্রীকরণ পরিপ্রেক্ষিত কোভিট-১৯ মাহামারী পরিস্থিতির উত্তরণ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নী মাইগ্রেন্টস ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পর অনুপ্রেরণায় গতকাল বৃহম্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, প্রোগ্রাম হেড মাইগ্রেশন প্রোগ্রাম মো. শফীকুল ইসলাম হাসান, সিনিয়র ম্যানেজার মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।

বক্তারা কোভিট-১৯ মাহামারী পরিস্থিতি থেকে দেশের মানুষ ও প্রবাসীরা কিভাবে উত্তরণ হতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এসময় ব্র্যাকের কর্মকর্তাসহ বিভিন্ন এসজিও কর্মকর্তা, মানবাধিকার কর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -