মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পর্নোগ্রাফি তৈরি ও মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের জেল

টাঙ্গাইলে পর্নোগ্রাফি তৈরি ও মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে বাসা ভাড়া নিয়ে অনলাইন ভিত্তিক ফিন্যান্সিয়ালেরর নামে পর্নোগ্রাফি তৈরি এবং মাদক সেবনসহ মাদক ব্যবসা পরিচালনা করার অপরাধে চার যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের শাহজাহান আলীর ছেলে সালমান খান (২২), ঝন্টু পালের ছেলে অন্তর পাল (২১), মেহেদী হাসান ফাহিম (২৩) এবং পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার নরিল্যার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২১)।

বুধবার (২৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ মে) বিকালে মধুপুর পৌর এলাকার নয়াপাড়া সাইফুল নামে এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করে ৪ যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাজে ব্যবহৃত ৬টি ল্যাপটপ, ১টি কম্পিউটার এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, দণ্ডপ্রাপ্তরা ফিন্যান্সিয়ালের নামে পর্নোগ্রাফি তৈরি এবং মাদক সেবনসহ মাদকের ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে ৪৯ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে তাদের ব্যবহৃত ৬টি ল্যাপটপ, ১টি কম্পিউটার এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এমন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -