নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় টাঙ্গাইলের ৬ নং এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার দত্ত। তিনি জেলার ভূঞাপুর ও পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার জামুরিয়া, আনেহলা ও লোকেরপাড়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকবেন।
ময়মনসিংহের মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সদর দপ্তরে আয়োজতি এক বার্ষিক সাধারণ সভায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নতুন পরিচালক সন্তোষ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নতুন পরিচালক সন্তোষ কুমার দত্ত বলেন, ‘ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় টাঙ্গাইলের ৬ নং এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক করায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ও গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি। একই সাঙ্গে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও গ্রাহক সেবারমান নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করছি।