মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে পাওয়া গেল রোগাক্রান্ত শকুন 

টাঙ্গাইলে পাওয়া গেল রোগাক্রান্ত শকুন 

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে একটি রোগাক্রান্ত শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৩ ফেব্রæয়ারি) বিকাল ৪ টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। খবর পেয়ে রাত ১০ টায় ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদ রহমান ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বেশ কয়েকজন স্থানীয় যুবক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় মসজিদের পাশে মাটিতে একটি শকুন বসে থাকতে দেখে তারা সেটিকে ধরে ফেলে। শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত।

ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদ রহমান জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণি সম্পদ অফিসে দেখানো হবে। চিকিৎসা শেষে সেটিকে গাজীপুরের সাফারি পার্কে দেওয়া হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -