নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে মিরাজ (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মিরাজ এলাসিন ইউনিয়নের নয়াচর গ্রামের রফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৪ আগস্ট) মিরাজ টুকচানপুর গ্রামে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশে নিচু জমির পানিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবা নাসরিন মৃত ঘোষণা করেন।