মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পাপিয়া স্মরণে সভা

টাঙ্গাইলে পাপিয়া স্মরণে সভা

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার (২২ জুলাই) বিকালে জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি অকাল প্রয়াত সংগঠক মাজহারুন নেছা পাপিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠন উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর খান মেনু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. ফয়েজ উদ্দিন মিয়া।

জননেত্রী শেখ হাসিনা পরিশদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের (উজ্জল) সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুখপাত্র কাজী জামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এনাল খান, জননেত্রী শেখ হাসিনা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মো. জুনায়েদ, সদর উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আলহাজ মো. আব্দুল গফুর, সাপ্তাহিক পাপিয়ার প্রধান সম্পাদক মো. সেলিম তরফদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম-সম্পাদক ও মুখপাত্র সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসাইন শাওন ও মহিলা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মীর ফাহমিদা জেরিন নিলা। দোয়া মাহফিল পরিচালনা করেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মো. হযরত আলী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -