নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে।
রবিবার সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। পরে তিনি সেবা সপ্তাহের স্টল ও পাসর্পোট অফিস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, সুপারিনটেনডেন্ট মো. জাকির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।