শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে পিকআপের চাপায় মিক্সচার মেশিনের শ্রমিক নিহত

টাঙ্গাইলে পিকআপের চাপায় মিক্সচার মেশিনের শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইধু মিয়া (৫৫) নামে এক মিক্সচার মেশিনের মিশ্রণ শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ জেলা আঞ্চলিক মহাসড়ক উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইধু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সরুজ উত্তরপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

এ ঘটনায় এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ইধু মিয়া ঢালাইয়ের কাজে ব্যবহৃত মিক্সচার মেশিনের সঙ্গে পিকআপযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে অপর আরেক পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের চাপায় তিনি মারা যায়। এনিয়ে আইনগত প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -