সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে পুত্রবধুর বিরুদ্ধে শাশুড়ীকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে পুত্রবধুর বিরুদ্ধে শাশুড়ীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধু সাজেদা বেগমের বিরুদ্ধে শাশুড়ী রায়জান বেগম (৬০)কে কলসি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার অভিযোগে পুলিশ সাজেদা বেগমকে আটক করেছে। শনিবার ( ২৪ মার্চ ) দিবাগত রাতে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়জান বেগম ওই গ্রামের মৃত জমেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুত্রবধু সাজেদা বেগম ও শাশুড়ী রায়জান বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এমতাবস্থায় শনিবার রাতে তাদের দু’জনের মধ্যে বাকবিত-া হয়। এসময় পুত্রবধু সাজেদা বেগম পানির কলসি দিয়ে শাশুড়ীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে সালেহা বেগম বাদি হয়ে সোমবার (২৫ মার্চ) দুপুরে সাজেদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাজেদা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -