নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানার এএসআই-এর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলা সদরের কালিহাতী বাজার এলাকায় তাদের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আয়েশা আক্তার জেরিন (২৫) ওই থানার এএসআই হামিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কালিহাতী থানায় কর্মরত এএসআই হামিদুল প্রথম স্ত্রী থাকাবস্থায় কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি কালিহাতী বাজার এলাকায় ভাড়া বাসায় দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতে শুরু করেন। সোমবার তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার জেরিন পারিবারিক কহলের জেরে তার পিত্রালয় কিশোরগঞ্জে চলে যেতে চান। কিন্তু হামিদুল তাকে যেতে বাধা দেওয়ায় আয়েশা অভিমান করে ওই বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।