শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সকাল ১০টায় শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ভিক্টোরিয়া রোডের জেলা বিএনপি’র কার্যালয়ে এসে উপস্থিত হয়। পরে সেখান থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পথি মধ্যে বাধাঁ দেয় পুলিশ।

পুলিশি বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত পথসভা করে বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, মেহেদী আলীম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারন সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দ এ পথসভায় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -