সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রতিবেশীর এক ঘুষিতে বৃদ্ধ মো. পাকিস্তান মিয়া খুন

টাঙ্গাইলে প্রতিবেশীর এক ঘুষিতে বৃদ্ধ মো. পাকিস্তান মিয়া খুন

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলুটিয়া গ্রামে প্রতিবেশীর এক ঘুষিতে বৃদ্ধ মো. পাকিস্তান মিয়া খুন হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পাকিস্তান মিয়া ওই গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ধুলুটিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. পাকিস্তান মিয়ার ছাগল প্রতিবেশী আব্দুস ছাত্তারের খড়ের গাদা নষ্ট করছিল।

এ নিয়ে আব্দুস ছাত্তারের ছেলে জাহিদ (৩০) ও প্রতিবেশী মো. পাকিস্তান মিয়ার (৫০) মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জাহিদ উত্তেজিত হয়ে মো. পাকিস্তানকে জোরে ঘুষি মারলে তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -