টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

0
291

টাঙ্গাইলের নাগরপুর প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম (৫০) একই গ্রামের সৌদি প্রবাসী সোনা মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তারাবারি নামাজ শেষে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম তার দুই ছেলেকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে। পরে জাকিয়া ঘরের দরজা খোলা দেখতে পেলে সে বাইরে যান। তখন দুর্বৃত্তরা জাকিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ধারলো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।