নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী,সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম, এন, এ, ইনচার্জ, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান এর ১৩তম মৃত্যুবার্ষিকী। এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, সাবেক সংসদ সদস্য, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজন করে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ।
বুধবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা গেপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে গণভোজে গরিব দুখিদের মাঝে উপস্থিত থেকে তোবারক বিতরন করেন টাঙ্গাইল সদর (৫) আসনের এমপি আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহম্মদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম, এ রৌফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ।