সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বঙ্গমাতা ফুটবল খেলতে নেমে হিটস্ট্রোকে মারা গেল স্কুলছাত্রী

টাঙ্গাইলে বঙ্গমাতা ফুটবল খেলতে নেমে হিটস্ট্রোকে মারা গেল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে টাঙ্গাইলের কালিহাতীতে হিটস্ট্রোকে রিয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। রিয়া আক্তার উপজেলার ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, তাদের বিদ্যালয়ের সাথে দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা ছিল। রিয়া মাঠে খেলতে নেমে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোঘণা করে। আরও জানান, রিয়াকে ওইদিনই দাফন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রচন্ড গরমে খেলতে গিয়ে মেয়েটি হিটস্ট্রোকে মারা গেছে। এছাড়া গত মঙ্গলবার (৩০ মে) সদর উপজেলার একটি মেয়ে মাঠে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। বঙ্গমাতা টুর্নামেন্টটি আগামী ১২ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। প্রচন্ড তাপদাহে ছাত্রীদের খেলতে অসুবিধার বিষয়টি তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -